আমি কমল। সংসার থেকে বিচ্ছিন্ন একজন অসম্ভব আত্মহংকারী, আত্মকেন্দ্রিক, বাউন্ডুলে টাইপের একজন মানব সন্তান। আমার মস্তিষ্কটা অসম্ভব চঞ্চল কিন্তু মানুষটা আমি ধীর-অচঞ্চল। কথা বলতে ভালবাসিনা কিন্তু লেখা-লেখি করে মানুষের মজ্জ্বা জ্বালিয়ে দিতে পারি। একা একা ঘুরতে পছন্দ করি, একা একা ফিরতে পছন্দ করি। অসম্ভব ভাল গান গাইতে পারি (সন্দেহ হলে গান শুনবার আমন্ত্রন রইল স্কাইপি'তে)। প্রচার বিমূখ অথচ সেরা ভাবতেই নিজেকে ভাল লাগে। নিজের মধ্যে কোন গরলতা নেই কিন্তু সরলতাও নেই। অপছন্দ করি মানুষের শঠতা, অকৃতজ্ঞতা এবং স্বার্থপরতা। প্রকৃতির সবুজ এবং পাহাড়ের দৃঢ়তা আমাকে অসম্ভব টানে। আমার প্রিয় মানুষ আমার বাবা।।। (অল্প কথায় নিজেকে প্রকাশ করা সম্ভব হলনা বলে দুঃখিত)
1 تعليقات
http://nurulaminbogra.blogspot.com
ردحذف