Advertisement

বগুড়ার আন্চলিক ভাসা শিখুন।

যারা বগড়ার আঞ্চলিক ভাষা শিকপার
চান বা যারা ভাল কর্যা কবার পারেন
না। তাগেরে জন্যে ভাষা শিকার
মিচ্চি এনা কোর্স আজ
আপনেকেরে সামনে দিচ্চি।
************************************************
টিচারঃ
Sparow Zon Versis English (পেজ মেম্বর)
......................................................
Word Meaning
যাব= যামু/যাবু
হবে= হবি
খাব= খামু/খাবু
নিব= নেমো
কাকে= বারে
বেলা= বেল
সকাল= বেনা
কাঁদা= কান্দা
অন্ধকার= আন্দার
হাট= হাটোত
সবাই= সজ্ঞুলি
বিড়ি= বেড়ি
সিগারেট= ছেরকেট
কোথায়= কুটি/কুন্টি/কূটকার
কেমন = কেম্বা, ক্যানকা
এমন = ইঙ্ক্যা
রাস্তা= আস্তা/ঘাটা
মাথা= কাল্লা
দিকে= মুরা/মুরাত
এখানে= এটি
ওখানে= ওটি
দুলাভাই= বন্ত্যা
বড়= বড়ডা
ছোট=ছোডডা/ ছুট্টি
মেঝ= মাঝল্যা
হ্যাঁ= হ..
শ্বশুরী= শউরী
শ্যালা/শ্যালী= সালা/সালী
সমন্ধী= সুমুন্দী
মরিচ= পত্ত্যা
টমেটো= আমবাগুন
লিখব= লেখমো
সোজা= সিধে,/সিদা
বলতে পারি= কবার পারি
গোসল করব= ডুব দেম/ গাও ধুমু
পুকুর= পাগাড়
পা= ঠ্যাং
নোংরা, ময়লা ড্রেন= ছুৎছালা
হারানো= হেরে/ হারে
উত্তর= উত্তুর
ছেলে= মদ্দা
মেয়ে= মাগী
ঢুকবো= সান্দামো
জমি,ক্ষেত,খামার= ভেও/ভিওত
জঙ্গল= আড়া
রান্নাঘর= হাসেলপাড়
ঘুরে আসা, বেড়ান= লাওর
মন্তব্যঃ বগুড়ার ভাষা বলতে হলে, Main
Bangla Language এর
সাথে া, ি, ী, ু, ূ, ো, ৌ, প্রত্যয় যোগ
করতে হবে।
Example about Talking
আমি গোসল করব= হামি ডুব দেম/
হামি গাও ধুমু।
আমি ঢুকব= হামি সান্দামো।
আমি একটু ধানের ক্ষেতে যাব=
হামি এনা ধানের ভেওত যামু।
আমি সকালে আসব= হামি বেনা আসমু ।
ডান দিকের রাস্তা দিয়া আসো= ডান
মুরাকার ঘাঁটা দিয়া আয়।
মরিচের কেজি কত? = পও্যা কত
করে সের/কেজি?
Dialog of Bogra local language
মান্নাঃ কে রে কুটি গেছিলু?
সুজনঃ বেনা গ্যাছনু বন্তের বাড়িত,
সেটি থাকে কেবলই আনু, একুন এনা হাঁটত
যাওয়া লাগবি, কয়ডা পও্যা আর আম্বাগুন
আছে, ব্যাচমো ওগলা।
মান্নাঃ কোন হাটত যাবু?
সুজনঃ সাবগ্রাম হাটত।
মান্নাঃ হামারও কয়ডা বাগুন আছে,
লিয়ে যাস তো,
সুজনঃ কেবলই আসনু বারে, এনা বাড়েত
থ্যাকে বেড়ে আসি, আসে আপনার
গুলানও হামার
সাতে লিয়ে যামোহিনি।
******************************
হামরা বগুড়ার ছোল,লাড়ির
টানে সজ্ঞুলি এটি...

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ