Advertisement

তেলাপোকা মারাসহ চিনির ১০টি বিচিত্র ব্যবহার!

কেবল খাবার মিষ্টি করতে নয়, চিনির আছে বহু ব্যবহার। চিনি আমাদের প্রতিদিনের খাবারে প্রায় অবিচ্ছেদ্য এক নাম। তবে কেবল খাওয়াও নয়, তেলাপোকা মারতেও রীতিমতো অব্যর্থ অস্ত্র চিনি।


১. লিপস্টিকের রং দীর্ঘক্ষণ স্থায়ী করতে পারে চিনি। লিপস্টিক দেওয়ার পর ঠোঁটের ওপর কিছুক্ষণ চিনি রেখে দিয়েই দেখুন!

২. চিনি দিয়ে তৈরি হতে পারে দুর্দান্ত বডি স্ক্রাব। আমন্ড, ক্যানোলা বা অলিভ অয়েলের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করুন, তার পরে গোসলের আগে ব্যবহার করুন। ত্বকের জন্য এটি খুবই উপকারী।

৩. ভিনেগার আর পানিতে পরিমাণমতো চিনি মিশিয়ে গাছ বা লতাপাতার ওপর প্রয়োগ করুন। এগুলো লম্বা সময় সতেজ থাকবে, সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়ারও দমন ঘটবে।

৪. বাগানকে পোকার হাত থেকে রক্ষা করতে চিনির জুড়ি নেই। ২৫০ বর্গফুট বাগানের জন্য দরকার পড়বে মাত্র আড়াই কেজি চিনি!

৫. ঘরে পোকার উপদ্রব থেকে রক্ষা পেতে চিনির জুড়ি নেই। পানি আর চিনির মিশ্রণ গরম করুন। তার পর একটি পাত্রে ভরে রেখে দিন। দেখবেন, দলে দলে পোকা এসে তার মধ্যে আত্মাহুতি দিয়ে চলেছে!

৬. বেকিং পাউডার আর চিনি সমপরিমাণে মিশিয়ে একটি পাত্রে রেখে দিন। তেলাপোকা মারতে আর কিছু লাগবে না। চিনির আকর্ষণে তেলাপোকা আসবে এবং বেকিং পাউডারের কারণে মারা যাবে।

৭. ব্লেন্ডার মেশিন, কফিমেকার কিংবা রান্নায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্র মাঝেমধ্যে গন্ধ হয়ে যায়। এতে চিনি মেশানো পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিন, পরে ধুয়ে ফেলুন। গন্ধ একদম থাকবে না।

৮. কেক, বিস্কুটের মতো কিছু খাবারের পাত্রে সুগার কিউব রেখে দিন। এগুলো ফ্রেশ থাকবে।

৯. কাপড়ে ঘাসের দাগ লেগে গেছে? কোনো চিন্তা নেই। চিনির মিশ্রণ প্রয়োগ করুন কাপড়ে। একদম হাওয়া হয়ে যাবে দাগ।

১০. চিজ বা পনির দীর্ঘদিন ধরে সতেজ রাখা যায় চিনির মাধ্যমে। কিচ্ছু না, সামান্য সুগার কিউব রেখে দিন। সেটাই সংরক্ষণের কাজ সেরে নেবে!

অনেকসময় বেশি জিনিসপত্র থাকলে বা বাড়ি নোংরা থাকলে পোকা মাকড়ের উপদ্রব দেখা যায়। কিন্তু সবথেকে বেশি সমস্যা তৈরি করে তেলাপোকা। বাড়ি থেকে তেলাপোকা তাড়াতে প্রাণ যায় যায় অবস্থা। একটা মারলে আর একটা চলে আসে। অনেকে তেলাপোকা ভয় পান তাই চোখের সামনে দেখলে কী করবেন বুঝতে পারেন না, অযথা চেঁচামিচি লাফালাফি শুরু করে দেন।
আরশোলা মারার বহু রাসায়নির বাজারে পাওয়া যায়। যা কাজেও দেয়। কিন্তু এই ধরণের রাসায়নিক দ্রব্য শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত হানিকর। তাই আরশোলা মারার ঘরোয়া উপায় এখানে বাতলে দেয়া হলো।
বেকিং সোডা ও চিনি
বেকিং সোডা ও চিনি মিশিয়ে যদি ঘরের কোনো কোনে মিশ্রণটি ছড়িয়ে দেন তাহলে তা কাজে দেয়। তেলাপোকা এ মিশ্রণটি খেলেই মারা যায়।
তেজপাতা
তেজপাতার গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না। ফলে যেখানে তেজপাতা থাকে সেখানে তেলাপোকা থাকে না। তাই তেলাপোকার আনাগোনা যেখানে বেশি সেখানে তেজপাতা ছিঁড়ে ফেলে রাখুন। বাড়ি থেকে তেলাপোকা এক শ' শতাংশ বিদায় হবে।
অ্যামোনিয়া মিশ্রণ
পানি আর অ্যামোনিয়ার মিশ্রণ তেলাপোকা তাড়ানোয় অত্যন্ত উপযোগী। এক বালতি পানিতে ২ কাপ অ্যামোনিয়া গুলে নিন। এই পানি দিয়ে রান্নাঘর ধুইয়ে নিন। অ্যামোনিয়ার গন্ধে তেলাপোকা পালাবে।
সাবান পানি
গায়ে মাখার সাবান ও পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। ঘরের কোনায় কোনায় এই পানি স্প্রে করে দিন। ব্যস তেলাপোকা বধ।
বোরিক অ্যাসিড ও ময়দা
ময়দা ও বোরিক অ্যাসিড মেখে একটা ডো তৈরি করে নিন। এর ছোট ছোট লেচি কেটে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখুন। এই লেচিতে মুখ দিলেই অক্কা পাবে তেলাপোকা।
গোলমরিচ, পেঁয়াজ, রসুন
উপকরণ গুলি শুনে ভাববেন না কিছু রান্না করতে বলব। তবে অরাসায়নিক পদ্ধতিতে তেলাপোকা মারার এটি সেরা উপায়। এই তিন উপকরণ একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। এবার এক লিটার পানিতে এই বাটাটা দিয়ে ভাল করে গুলে নিন। ঘরের আনাচে কানাচেতে এই পানি স্প্রে করলেও নিশ্চিহ্ন হবে আরশোলার বংশ।
শশা
একটি টিনের কৌটয় কাটা শশা ভরে মুখ খুলে রেখে দিন। তেলাপোকা চলে যাবে। তবে দিনের পর দিন রাখবেন না। তাতে মাছির উপদ্রব শুরু হবে।
লিস্টারিন, পানি ও প্লেট ধোয়ার তরল সাবান
এই তিনটি উপকরণ পানেত মিশিয়ে ঘরের চারিদিকে স্প্রে করে দিন। কাজ দেবে।
গুঁড়ো সাবান
ওয়াশিং মেশিনের জন্য গুঁড়ো সাবানে ব্লিচ থাকে যা আরশোলা তাড়াতে সাহায্য করে।
অর্ধেক পানি ভর্তি কাঁচের শিশি

ঘরের কোন দেখে কাঁচের জারে অর্ধেক পানি ভরে রেখে দিন। তেলাপোকা খালি ভেবে এর ভিতরে ঢুকলেই পানিতে আটকা পড়বে। আর উড়তে পারবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ